এনআইডির ক্যাটাগরি করতে সাতদিন সময় বেঁধে দিল ইসি
বিভিন্ন স্ট্যাটাসে থাকা ক্যাটাগরিবিহীন এনআইডির আবেদনগুলো ক্যাটাগরি করতে সাতদিন সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
আরও পড়ুন
নির্দেশনায় বলা হয়, বিভিন্ন স্ট্যাটাসে থাকা কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। এ সকল আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছেন না। যা জরুরি ভিত্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এসআর/এমএসএ