লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবকের বিরুদ্ধে মামলা
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার ওই যুবকের নাম জুবায়ের এলাহী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে ঢুকে পড়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে নানারকম বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়ে। তাই ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে আচমকা ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা যুবক জুবায়ের এলাহীকে সোমবার (২৮ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা হয়েছে। সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, রোববার (২৭ অক্টোবর) সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এক নম্বর গ্যালারিতে একজন যুবক লাঠি হাতে প্রবেশ করেন। সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। এসময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিল, তারা ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যান। যুবকটি বিভ্রান্তের মতো এদিক-ওদিক ছোটাছুটি করে মেডিকেল কলেজ ত্যাগ করেন।
‘এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে যুবককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজটি নিয়ে নানারকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে। ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে ডিএমপি।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ ক্লাসে ওই যুবকের প্রবেশের পর কয়েকজন শিক্ষার্থী ভয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তবে ওই যুবক সেখানে অস্পষ্টভাবে কী বলছিলেন তা বোঝা যায়নি।
ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। তবে তারা কলেজে পৌঁছার আগেই ওই যুবক সেখান থেকে চলে যান।
এরপর এক বিবৃতিতে মেডিকেল কলেজটির সাধারণ শিক্ষার্থীরা বলেন, সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন এক লোক লাঠি নিয়ে গ্যালারিতে অবস্থানরত শিক্ষার্থীদের ধাওয়া করেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
কলেজ প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান শিক্ষার্থীরা।
জেইউ/এসএসএইচ