করোনায় বিআরটিএ সচিবের মৃত্যু
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রশাসন বিভাগের সচিব ওলিউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (৪ জানুয়ারি) আনুমানিক সকাল ৮টার দিকে রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিআরটিএ-এর মুখপাত্র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি (ওলিউর রহমান) করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পর পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অফিস শুরু করেন। তবে সপ্তাহ না যেতেই আবার অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক পরিচালক ছিলেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের যুগ্মসচিব।।
জেইউ/এফআর