কদমতলীতে সিড়ির ফাঁক দিয়ে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর কদমতলীর বাইতুর জামে লিল্লাহ বোর্ডিং-এর চতুর্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে আলভী হাওলাদার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আলভী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ গ্রামের সায়েম হাওলাদারের ছেলে।
মাদরাসার শিক্ষক জসিম সরদার জানান, গতকাল রাতের দিকে আমাদের মাদ্রাসা বোর্ডিংয়ের চতুর্থ তলায় মসজিদের সিঁড়ি দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলভী। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আলভী আর বেঁচে নেই।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এনএফ