রাতে সামোয়ার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্র উপদেষ্টা
আগামী ২১ থেকে ২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আজ শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ রাতে রওয়ানা হচ্ছেন তিনি এবং ২৯ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রী পর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।
আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন যোগ দেওয়ার ফাঁকে তৌহিদ হোসেনের বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
এনআই/এসএসএইচ