সম্পদ বিবরণী দাখিল করতে হবে ঢাকা ওয়াসায় কর্মরতদের
ঢাকা ওয়াসার কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা ওয়াসার উপ-সচিব শাহিদা কানিজ একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।
উপ-সচিব শহিদা কানিজ জানান, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোকে ঢাকা ওয়াসায় কর্মরত ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তাগণ প্রশাসন বিভাগ-১ এ এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীগণ প্রশাসন বিভাগ-২ এ তাদের সম্পদ বিবরণী প্রদান করতে হবে।
আরও পড়ুন
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ অক্টোবর মধ্যে সম্পদের বিবরণী প্রেরণের করতে হবে। ইতোমধ্যে এই বিষয়ে অফিস আদেশ ঢাকা ওয়াসার সকল বিভাগে প্রেরণ করা হয়েছে।
এএসএস/এসকেডি