ডিএমপিতে ট্রাফিক আইনে ১২৫৪ মামলা, জরিমানা ৫১ লাখ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৫৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া, ৭৮টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এক হাজার ২৫৪টি মামলা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসি/এমজে