ডেমরায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ডেমরার শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে রিফাত খান (১৫) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। তিনি ডেমরা ডগাইর এলাকায় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী কবির হোসেন শান্ত বলেন, পারিবারিক কলহের জোরে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে। পরে দেখতে পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।
তিনি আরো জানায়, বর্তমানে তারা ডেমরা থানার শান্তিবাগ এলাকায় থাকতো। সে রিয়াজউদ্দিন খানের ছেলে। ডগাইল এলাকার একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/পিএইচ