চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাইন্যা দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত ওই যুবকের নাম ওয়াসিফ। তিনি মহেশখালীর বাদশার ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
আরও পড়ুন
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি তার নাম ওয়াসিফ। তিনি মহেশখালী এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, এ ঘটনায় আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/এমজে