ট্রেনের ধাক্কায় আহত হাতিটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
চট্টগ্রামের লোহাগাড়ায় রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় একটি বন্য হাতি। আহত হাতিটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
জানা গেছে, হাতির একটি দল রোববার রাতে অভয়ারণ্যে বিচরণ করছিল। রাত ৮টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনটি হাতিটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এরপর থেকে রেললাইনের পাশে কাতরাচ্ছে হাতিটি। হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর।
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, এলিফ্যান্ট ওভারপাস এলাকায় ট্রেনটি পৌঁছালে একটি হাতিরদল রেললাইনে ওঠে পড়ে। এসময় ট্রেনের গতি কমিয়ে দেন চালক। পরবর্তীতে বাকি হাতি পার হতে পারলেও একটি হাতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। বর্তমানে হাতিটি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। তবে অবস্থা খুবই সংকটাপন্ন।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, রোববার রাত থেকেই চিকিৎসা সেবা দিচ্ছি। নিয়মানুসারে এন্টিবায়োটিক, ব্যথানাশক এবং স্যালাইন দেওয়া হয়েছে। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। হাতিটি মেরুদণ্ডের স্ট্রাকচার এবং মাথায় আঘাত পেয়েছে। এটির শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হয়েছে। এ অবস্থায় হাতিটিকে বাঁচানো প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।
এমআর/এমএসএ