অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করছে দক্ষিণ সিটি
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে যেসব কর্মকর্তা-কর্মচারীরা নিজ দপ্তরে অনুপস্থিত রয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এই তালিকা করার নির্দেশনা দেন।
সচিব মোহাম্মদ বশিরুল হক জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব কর্মকর্তা-কর্মচারী বিগত ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের বিষয়ে সুষ্পষ্ট তথ্য প্রস্তুত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। যা সচিব দপ্তরে আবশ্যিকভাবে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এএসএস/এমজে