নির্বাচন কমিশন অফিস চেনাতে সাইন বোর্ড লাগানোর নির্দেশ
উপজেলা ও থানা নির্বাচন অফিস চেনাতে নির্বাচন কমিশন সচিবালয়ের ডিজাইন করা সাইন বোর্ড টানাতে নির্দেশনা দিয়েছেন সচিব শফিউল আজিম।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সচিবের নির্দেশনা মোতাবেক থানা/উপজেলা নির্বাচন অফিস চিহ্নিতকরণ সংক্রান্ত সাইনবোর্ডের নমুনাটি সারা দেশের সব থানা/উপজেলা নির্বাচন অফিসের জন্য প্রেরণ করা হয়েছে। ডিজাইন অনুযায়ী সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিস চিহ্নিতকরণ সাইন বোর্ডটির উভয় পাশে লেখাটি দিতে নির্দেশনা দিয়েছেন সচিব।
আরও পড়ুন
ইসি সচিব শফিউল আজিম বলেন, থানা ও উপজেলা নির্বাচন অফিসে নানানভাবে অনেক ধরনের সেবা দেওয়া হয় নাগরিকদের। কিন্তু এমনও জায়গা আছে, সেখানে সাধারণ মানুষের নির্বাচন অফিস চিনেন না। যার থানা ও উপজেলা মোড়ের একাধিক জায়গায় নির্বাচন অফিস চিহ্নিতকরণ সাইন বোর্ড লাগানোর নির্দেশনা দিয়েছি। সাইন বোর্ডের ডিজাইন সচিবালয় থেকে করে দেওয়া হয়েছে।
এনআইডিসহ নির্বাচন কমিশনে সাধারণ মানুষদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনে আরো উদ্যোগ নেওয়া হবে বলে জানান সচিব।
এসআর/পিএইচ