কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের অবরোধ
রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা প্রগতি সরণি অবরোধ করেন। তাদের দাবি, বকেয়া বেতনসহ অন্যান্য সুবিধাদি।
সড়ক অবরোধের কারণে প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার, বিমানবন্দর সড়ক, উত্তরাসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি আটকে রয়েছে। এতে করে এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন সড়কে পরিবহন যাত্রীরা।
আরও পড়ুন
জানতে চাইলে ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জিয়া ঢাকা পোস্টকে বলেন, ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা বকেতা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় দুপুর পৌনে ২টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দেন তারা। তবে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের কারণে সড়কে গাড়ির চাপ অনেক। গাড়ির চাপ কমতে কিছুটা সময় লাগবে। যানজট কমাতে সড়কে ট্রাফিক পুলিশ কাজ করছে।
জেইউ/এমএ