এনআইডির তথ্য বিক্রির অভিযোগে জয়-পলকসহ ১৮ জনের নামে মামলা
জাতীয় পরিচয়ের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও ১৮ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সজীব ওয়াজেদ জয় ও পলকসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন শামীমুর রহমান নামের এক ব্যক্তি। এখন মামলাটি তদন্ত করবে পুলিশ।
সাধারণত এনআইডিতে একজন নাগরিকের ৪৬ ধরনের তথ্য নেওয়া হয়। মামলায় এসব তথ্য চুরির অভিযোগ তোলা হয়।
এএসএস/কেএ