রাস্তায় পড়েছিল বৃদ্ধার মরদেহ
রাজধানীর ডেমরার প্রধান সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ডেমরা প্রধান সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
এসআই আরও জানান, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/এসকেডি