চকবাজারে স্বামীর বকাঝকায় অভিমানে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর চকবাজারে স্বামীর সঙ্গে ঝগড়া করে সিদ্দিকা ওরফে স্মৃতি (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার সময় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্মৃতির স্বামী হুমায়ুন কবি দাবি করে বলেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী। আমার স্ত্রী একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে। এ নিয়ে আমি অনেক রাগারাগি ও বকাঝকা করি। আমি বাইরে ছিলাম। বাসায় এসে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে বেঁচে নেই। আমাদের সাত ও আড়াই বছরের দুই সন্তান রয়েছে।
তিনি বলেন, স্মৃতির বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায়। সে ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে। আমরা চকবাজার থানার হাজী বাল্লু রোড এলাকায় ভাড়া বাসায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/কেএ