‘রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ’
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। তিনি দেশের সব রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সৈয়দ আশরাফুল ইসলাম নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন। অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেননি।’
স্মরণসভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন নির্লোভ ও আত্মপ্রচার বিমুখ মানুষ। তিনি সারা জীবন সৎ ও আদর্শের রাজনীতি করে গেছেন। যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে।
এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় যেসব কর্মকর্তা কর্মরত ছিলেন তারা প্রয়াত মন্ত্রীর বিভিন্ন সাফল্যের স্মৃতিচারণ করেন।
আলোচনা ও দোয়া মাহফিলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এসএইচআর/জেডএস