‘নাস্তিকদের দিয়ে শিক্ষা কমিশন গঠন করলে দায় সরকারকে নিতে হবে’
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা সিলেবাসের মাধ্যমে জাতিকে নাস্তিক-মুরতাদ বানাবার চক্রান্ত করেছিলো। এই সিলেবাস বা কারিকুলাম বাতিল করে নতুনভাবে নাস্তিক্যবাদীদের প্রাধান্য দিয়ে নতুন শিক্ষা কমিশন জাতি মানবে না।
তিনি বলেন, শিক্ষা উপদেষ্টাকে এ কথা ভুলে গেলে চলবে না, শিক্ষানীতি প্রণয়ন করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা-চেতনার আলোকে। আর এ জন্য প্রয়োজন আলেম-ওলামা ও ইসলামিক স্কলার। সংস্কার কমিশন গঠন কিসের ভিত্তিতে কাদেরকে অন্তর্ভুক্ত করা হলো? এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে কোনও সংস্কার কমিশন ঈমানদার জনতা মানবে না। যাদের সীমাহীন ত্যাগ ও জীবনবাজির ফলে স্বৈরাচারের পতন হলো তাদেরকে অবজ্ঞা করে পুনরায় নাস্তিকদের পুনর্বসানের চেষ্টা জনগণ রুখে দেবে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের যৌক্তিক চাহিদাকে অবমূল্যায়ন করে শিক্ষা কমিশনের মত গুরুত্বপূর্ণ একটি জায়গায় ইসলামবিদ্বেষীদের অন্তর্ভুক্তি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে, কার ইঙ্গিতে এ কমিশন?
তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে নাস্তিক-বেঈমানদের দ্বারা কলুষিত করতে দেওয়া হবে না। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেওয়া হবে।
আরও পড়ুন
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশেষ মিডিয়া কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. হাসিব আর রহমান এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ মো. ওমর ফারুক ও সহ-প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম।
সারাদেশের জেলা ও মহানগর শাখার প্রচার ও সহ প্রচার সম্পাদকদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মিডিয়া উপ-কমিটির সহ-সমন্বয়ক মাওলানা কেএম শরিয়তুল্লাহ।
এমএম/এমএসএ