পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হলেন নুরুল করিম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. নুরুল করিম ভূইয়াকে বদলি করা হয়েছে। তাকে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন মো. নুরুল করিম ভূইয়া। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এমএম/এমজে