এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেননা, এমন নির্দেশনা দেওয়া হলেও অনেক কর্মকর্তা তা মানছেন না।
সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ এরইমধ্যে নির্দেশনাটি সব মাঠ কর্মকর্তাকে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি সেসব আবেদন বাতিল না করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হার্ডকপিতে প্রতিবেদন প্রেরণের সময় 'ডকুমেন্ট সংযুক্ত নেই' মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে।
আরও পড়ুন
এ সংক্রান্ত পূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা/থানা/রেজিস্ট্রেশন অফিসার যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল করেছেন। তাই যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা নেই, সেসব আবেদন বাতিল না করা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তার প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে।
এসআর/জেডএস