ঢাবির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দাখিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়ের ও তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ইসরাইল হাওলাদার।
তিনি ঢাকা পোস্টকে বলেন, শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা নথিভুক্ত হচ্ছে। তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হবে। ঘটনায় যারাই জড়িত থাকুক মামলা অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের এক নেতাকে। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতাটা বাড়াতে হবে। কালকে জাহাঙ্গীরনগরে দেখলাম...তারা তো সবচেয়ে শিক্ষিত। তাদের ক্ষেত্রে তো এই সচেতনতা আসতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।
আরও পড়ুন
ডিএমপি সদরদপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, কেউ অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও (গণমাধ্যম) একটু আমাদের সাথে কাজ করতে পারেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থাতেই হেনস্তা না হয়।
জেইউ/এনএফ