ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগের সাদ্দাম গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম ভোলা জেলার চরফ্যাশন থানার মৃত আলী আজমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় যুবলীগের রাজনীতিতে সক্রিয় হিলেন।
আরও পড়ুন
অভিযোগ রয়েছে, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিউমার্কেটসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আহত হয় শিক্ষার্থী-জনতাসহ অন্তত ২৫০ জন। যাদের অধিকাংশ ছিলেন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত। ওই দিনের হামলায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় যুবলীগ ক্যাডার সাদ্দাম ও তার সহযোগীরা।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরিফ-উল আলম বলেন, ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি সাদ্দাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমজে