উত্তরার মাদকের গডফাদার এস এম খবির উদ্দিন গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম এস এম খবির উদ্দিন। তিনি উত্তরার মাদকের গডফাদার বলে দাবি অধিদপ্তরের।
বিজ্ঞাপন
ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ) মু. খালেদুল করিম জানান, মাদকদ্রব্য উদ্ধারে অধিদপ্তরের ঢাকা মেট্রো. কার্যালয় (উত্তর) এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. কার্যালয় (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহমেদের তত্ত্বাবধানে সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে উত্তরা সার্কেলের একটি দল অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ১৮নং সড়ক থেকে এস এম খবির উদ্দিন (৪২)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, খবির দীর্ঘসময় ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আসামি বিভিন্ন কৌশলে তার ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থায় জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/এসএসএইচ