ডেমরায় গাড়ির ধাক্কায় নারী নিহত
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করে।
ডেমরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মো. আতিকুর রহমান বলেন, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এসএসএইচ