বরিশাল-২ এর সাবেক এমপি শাহে আলম আটক
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় আটক অবস্থায় আছেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে জনতা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করে জনতা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আটক আছেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
এমএসি/পিএইচ