কক্সবাজারে সমুদ্র সৈকতে নারীদের হেনস্তাকারী গ্রেপ্তার
কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আরও পড়ুন
কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মো. ফারুকুল ইসলামকে (২২) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।
পরে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।
এমএসি/জেডএস