আওয়ামী লীগ নেতার হামলা-হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি
সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতার হামলা ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন আমিনুল ইসলাম আমিন নামে এক ভুক্তভোগী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি। তার বাড়ি আমিন বাজার বড়দেশী গ্রামে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডালিম ও তার মেয়ের জামাই বাহাউদ্দিনসহ অন্যরা এতদিন এলাকায় ত্রাস কায়েম করে রেখেছিল। তারা আমাকে জামায়াতে ইসলামীর সদস্য বলে চরম নির্যাতন করে আসছিল। আমার পৈত্রিক ও কেনা ১২.৫০ শতাংশ জমি জোর করে দখল করার চেষ্টা করে। এ নিয়ে মামলা করায় আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা জারি করেন।
গত ৫ আগস্ট রাতের আধারে ডালিম সেই জমিতে থাকা ইট ও অন্যান্য মালামাল লুট করে এবং ব্যাপক ভাংচুর চালায়। বাধা দিতে গেলে অস্ত্রসহ একটি দল পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দেয়। তাদের ভয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
তিনি বলেন, গত ১৬ বছর তারা আমাকে জামায়াতের লোক বলে নির্যাতন করেছে। এখন আমাকে আওয়ামী ওলামা লীগের সদস্য বলে প্রচার করছে। আর তার জামাতা বাহাউদ্দিনকে বিএনপির নেতা সাজিয়েছেন। যাতে শ্বশুর জামাই একসঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারেন।
প্রকৃতপক্ষে আমি কোনো দলের সদস্য নই।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।
জেইউ/এমএসএ