সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টায় ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।
বার্তায় জানানো হয়, ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করবে র্যাব।
দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়াদ্দার।
এআর/এমএসএ