নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
এর আগে ১৯ জুলাই অসংখ্য দুষ্কৃতিকারীর আক্রমণে নরসিংদী জেলা কারাগারে বন্দী ছিনতাই, অস্ত্রলুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অনেক জঙ্গি ও আসামি কারাগার থেকে পালিয়ে যায়।
এমএসি/এমজে