ছাত্র-জনতার ওপর গুলি
নেত্রকোণার সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেপ্তার
নেত্রকোণার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
তিনি বলেন, গত ৪ আগস্ট নেত্রকোণা বারহাট্টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে— গুলিবর্ষণে সরাসরি জড়িত ছিলেন নেত্রকোণার সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জেইউ/এমজে