বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের চেক গ্রহণ
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২ কোটি ৯০ লাখ ৭৬ হাজার ১৮৫ টাকার অনুদানের চেক গ্ৰহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম,বীর প্রতীক চেক গ্রহণ করেছেন।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বাংলাদেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ১ কোটি ২৫ লাখ ৫১ হাজার ২১৯ টাকা, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টস লিমিটেড, তেজগাঁও ১ লাখ ৫৪ হাজার ৫৬৬ টাকা, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৫ লাখ টাকা, ক্যাথয় পেসেফিক এয়ারওয়েজ লিমিটেড ৫০ হাজার টাকা, মাহামুদুল আলম খান, কাপাসিয়া ৫ লাখ টাকা, একরন ইন সার্ভিস ইউনিট-২ লিমিটেড ৩১ লাখ টাকা, কমিউনিটি ব্যাংক ৩০ লাখ টাকা, শক্তি ফাউন্ডেশন, মিরপুর ৫০ লাখ টাকা, বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশন ৭ লাখ ৫ হাজার টাকা, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, গুলশান ৫ লাখ টাকার চেক দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
এমএসআই/এনএফ