কবি ফরহাদ মজহারকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি
কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
তিনি লিখেছেন, ‘কবি ফরহাদ মজহারের মতো সাহসী মানুষ বাংলাদেশে আছেন ভেবে আশাবাদী হয়ে উঠি!’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আরও লেখেন, ‘দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী মানুষ ফরহাদ মজহার।’
তিনি লেখেন, ‘আমি তার অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। তবে তাকে যারা দলদাস ভেবেছিলেন এবং যারা তার বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন তাতে অনেকের লুঙ্গি খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে!’
গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো,
‘‘কবি ফরহাদ মজহারের কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মজহার যে এখনো বাংলাদেশে আছেন তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!
আমি তার অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তার চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি! তাকে যারা দলদাস ভেবেছিলেন এবং তার বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন তাতে অনেকের লুঙ্গি খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে!’’
এমএসআই/এসকেডি