ডিআইজি হলেন পুলিশের ৬ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সিআইডির মো. আলমগীর আলম, সিআইডির মো. দেলোয়ার হোসেন মিঞা, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির, ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, সিআইডির ড. মো. নাজমুল করিম খান ও বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মীর আশরাফ আলী।
বিজ্ঞাপন
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
জেইউ/কেএ