বিপিডিবির নতুন চেয়ারম্যান নিয়োগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রেজাউল করিম। রোববার (১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এ পদে যোগদানের পূর্বে তিনি পিডিবির সদস্য বিতরণ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
মো. রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বি.এস.সি, ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি একই বিদ্যুৎ কেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ওএফএ/এসকেডি