বন্যার্তদের পাশে মাদ্রাসা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীরা
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীরা। তারা একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার বন্যাপীড়িত মানুষদের সহযোগিতার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীরা একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ জরুরিভিত্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত (বন্যা আক্রান্ত জেলা ব্যতীত) শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট দপ্তর/প্রতিষ্ঠানভিত্তিক সংগৃহীত অর্থ নিম্নোক্ত ব্যাংক হিসাবে জমা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩
এনএম/পিএইচ