বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছেন ফুডি’র কর্মকর্তা-কর্মচারীরা
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাইডার ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি’র কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) ফুডি’র জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলামের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফুডি’র সারা দেশের মাঠ পর্যায়ের কর্মীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আগস্ট মাসের বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ প্রদান করে বন্যার্তদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে ফুডি’র কর্মীরা আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ফুডি’র এক হাজার পাঁচশ’ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
এআর/কেএ