বন্যার্তদের সহায়তা
একদিনের বেতন দিলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের বন্যাপীড়িত মানুষের সহযোগিতার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন
ওএফএ/এসএসএইচ