বেতনের ১ কোটি টাকা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন হিসেবে কমপক্ষে এক কোটি টাকা দেবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ হিসেবে নেওয়া হবে।
শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
সংগঠনটি জানায়, ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। সারা দেশের বন্যাকবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি এবং এখন পর্যন্ত প্রায় ১৩ জন মারা গেছেন। এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।
বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম এক কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।
এসএইচআর/এসএসএইচ