নতুন দেশ গড়ায় অবদান, জেন-জি শিক্ষার্থীদের সম্মাননা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে নতুন করে গড়ে তোলায় ১৮ থেকে ২৭ বছর বয়সী তরুণ জেন-জিদের প্রশংসায় সবাই এখন পঞ্চমুখ। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দৃষ্টিনন্দন গ্রাফিতির মাধ্যমে নতুন দেশ গড়তে অবদান রাখায় রাজধানীর বনশ্রী-রামপুরা এলাকার ২৯ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বিডিকলিং আইটি লিমিটেড।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর বনশ্রী এলাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার, সিইও মোহাম্মদ মনির হোসেন, হেড অব এইচআর ক্যাপ্টেন (অব) নাহিদ হাসান, বিডিকলিং অ্যাকাডেমির এজিএম রনি সাহাসহ আরও অনেকে।
আরও পড়ুন
অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে উৎসাহিত করে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ মনির হোসেন বলেন, আজকের এই বাংলাদেশ গড়ার পিছনে আমাদের তরুণ প্রজন্মই মুখ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে রামপুরা-বনশ্রী এলাকায় ট্রাফিক থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এমনকি অসাধারণ কিছু গ্রাফিতির মাধ্যমে আমাদের দেশকে ফুটিয়ে তুলেছে। এমনকি দেশ পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্তই দীর্ঘ সময় নিয়ে তারা কাজ করেছে। তাই আমরা এই জেন-জি শিক্ষার্থীদের সকল কাজগুলো সম্মান জানিয়ে এবং তাদেরকে আরও উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই সম্মাননার আয়োজন করেছি।
বিডিকলিং অ্যাকাডেমির এজিএম রনি সাহা বলেন, বিডিকলিং আইটি লিমিটেড মূলত তারুণ্য নির্ভর একটি প্রতিষ্ঠান। আমাদের অধিকাংশ কর্মীই তরুণ জেন-জিদের অন্তর্ভুক্ত। আমরা ইতোমধ্যেই জেন-জি শিক্ষার্থীদের জন্য বিডিকলিং অ্যাকাডেমির সকল কোর্সে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে। আশা করছি আপনারা দেশ গঠনে এগিয়ে যাবেন, বিডিকলিং পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে।
টিআই/পিএইচ