উত্তরা পূর্ব থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফজলুল করিমকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৯ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) এ মামলাটি করেন নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল।
মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, সাবেক ডিআইজি খালিদ হাওলাদার, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমপি খসরু।
আরও পড়ুন
মামলার অভিযোগ বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট পূর্ব ঘোষণা অনুযায়ী আমার ছোটভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়। আন্দোলনরত অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে আসামিদের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়ে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। সেখানে আমার ভাইসহ অনেক ছাত্রজনতা গুলিবিদ্ধ হয়। আমার ভাইয়ের ডান পাশে বুকের সামান্য নিচে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মাটিতে পড়ে যায়। এরপর চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে রাত অনুমান ৯টার দিকে হাসপাতালে ভর্তি করায়। ভর্তি থাকা অবস্থায় আমার ভাইকে আইসিইউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএল/এসকেডি