ফেনীবাসীর পাশে দাঁড়াতে ব্যারিস্টার সুমনের উদ্যোগ
উজান ও বৃষ্টির পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী। প্রাণ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন পানিবন্দি মানুষজন। এ অবস্থায় এগিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'ফেনীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানের জন্য দুই হাজার স্কয়ার ফিটের উন্মুক্ত ছাদ প্রয়োজন। তথ্য দিয়ে সহযোগিতা করুন 01819023220।'
তার এমন পোস্ট দেওয়ার পর অনেকে তথ্য দিয়ে সাহায্য করছেন।
আরও পড়ুন
আকস্মিক বন্যায় ৬ জেলায় মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
জেডএস