বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে
দেশের বন্য পরিস্থিতি মোকাবিলাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি, পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু আলোচনা হতে পারে। এছাড়া প্রথম দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হতে পারে।
আরও পড়ুন
গত ১৬ আগস্ট নতুন চারজন উপদেষ্টার শপথ নেওয়ার পর এটিই প্রথম কেবিনেট বৈঠক। যদিও ওই দিন বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টারা বৈঠক করেন।
১৬ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। চারজনসহ উপদেষ্টা পরিষদে বর্তমান সদস্য ২১ জন।
এনএম/এমএসএ