২৮-৪২তম বিসিএস থেকে ২৮ জনকে সহকারী কমিশনার পদে নিয়োগ
২৮তম থেকে ৪২তম বিসিএস থেকে নিয়োগ পাওয়া ২৮ জনকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) তাদের এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷
এতে জানানো হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার প্রজ্ঞাপনমূলে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৮ জন প্রার্থীকে সহকারী কমিশনার পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
এসএইচআর/এনএফ