ডাবল প্রমোশন পেয়ে এসপি থেকে সরাসরি ডিআইজি
ডাবল পদোন্নতি পেয়ে পুলিশ সুপার থেকে এক লাফে উপ-পুলিশ মহাপরিদর্শক হয়েছেন গাজী জসীম উদ্দিন। তিনি পুলিশ সুপার হিসেবে ঢাকায় পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
সাধারণত পুলিশ সুপার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়। কিন্তু গাজী জসীম উদ্দিন ডাবল প্রমোশন পেয়ে এক লাফে ডিআইজি হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তা বিধি মোতাবেক ধারণাগত জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
এমএসি/পিএইচ