মিসফায়ারে গুলিবিদ্ধ সেই পুলিশ সদস্য মারা গেছেন
মিরপুর পুলিশ লাইনে সহকর্মীর অস্ত্রের মিসফায়ারে গুলিবিদ্ধ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে মারা যান তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, গত ১২ আগস্ট বিকেলে মিরপুর পুলিশ লাইনে জমা করা অস্ত্র আনতে যান দারুস সালাম থানার এএসআই আল আমিনসহ অন্য পুলিশ সদস্যরা। সেখানে এএসআই ইয়াছিন আলী নামে একজন পুলিশ সদস্যের হাতে থাকা পিস্তল মিস ফায়ার হয়ে আল আমিনের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলিটি পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিন ঢাকা মেডিকেলে নিয়ে যান সহকর্মীরা। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে মারা যান তিনি।
এসএএ/এমএ