পছন্দের জায়গায় বদলি হলেন চট্টগ্রামের ৭০ পুলিশ
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত ৭০ জন এসআই (উপ-পরিদর্শক), কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
আরও পড়ুন
আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি, ফেনী, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি এলাকায় দায়িত্বরতদের সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বদলির আবেদন করেছিলেন।
বদলি হওয়াদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন—
এআর/এমজে