গণমাধ্যমের ভূমিকার প্রশংসা পররাষ্ট্র উপদেষ্টার
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগ থেকে দেশের গণমাধ্যম তার ভূমিকায় সঠিক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন
তৌহিদ হোসেন বলেন, মিডিয়ার যে রোল সেটা আমরা অনেকদিন দেখিনি। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। এ সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই মিডিয়ার যে ভূমিকা থাকার কথা সেটা তারা নিচ্ছেন। আপনারা এ ভূমিকা ও সমর্থন বজায় রাখুন।
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশগমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা খুব নিটিগ্রিটি। আপনি স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করুন। সেটা বেটার হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকারের অফিসিয়াল চ্যানেলে কোনো যোগাযোগ বা আলাপ হয়েছে কি না— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আলাপ হয়েছে। আমরা একটা পরিবর্তনের জন্য অনেক মূল্য দিয়ে একটা সম্ভাবনা সৃষ্টি করেছি। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় যেন আমাদের পাশে থাকে সেটাই চাওয়া।
তিনি বলেন, আমাদের যে নির্ধারিত লক্ষ্য সেদিকে এগোচ্ছি। আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করছি, এ সরকার প্রকৃত সদিচ্ছা নিয়ে এগোচ্ছে।
এনআই/এমজে