মোহাম্মদপুরে খেলতে গিয়ে শটগান পায় শিশুরা, উদ্ধার করল সেনাবাহিনী
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শটগানটি পাওয়া যায়। এ সময় ভুলবশত তারা একটি গুলিও করে। তবে এতে কোন হতাহত হয়নি।
আরও পড়ুন
১৪ বছর বয়সী নুর আলম বলে, আমি আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনি। পরে আমরা সেটিকে ছাদের উপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবর পেয়ে সবাইকে জানান। সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটিকে নিয়ে যায়।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে এখান থেকে একটি শটগান একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করি।
তিনি সকলের উদ্দেশে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েকদিনের মধ্যে ঘোষণা আসলে আমরা এই অস্ত্র কারো কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
এসএএ/এসকেডি