স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা, থানাসহ বিভিন্ন স্থাপনায় আগুন
রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এছাড়া থানা, আওয়ামী কার্যালয়সহ অন্তত অর্ধশতাধিক স্থানে জ্বলছে আগুন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, এই মুহূর্তে ঢাকায় অনেকগুলো স্থান থেকে আগুনের খবর পেয়েছি আমরা। এরমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসভবন, মোহাম্মদপুর, পোস্তগোলা, উত্তরা, মিরপুর, তেজগাঁওসহ অনেক স্থানে আগুনের খবর আছে।
এছাড়া সারাদেশে অনেক স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আমরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। পরে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
জেইউ/জেডএস