শনিরআখড়া-কাজলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শনিরআখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।
বিজ্ঞাপন
সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। তারপর ১০টা ৪০ মিনিটের দিকে শনিরআখড়া থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ নিয়ে যাত্রাবাড়ীর দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে টিয়ার সেল ও পুলিশের গুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ পিছু হটে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়।
এমএইচডি/এমএসএ